সম্পাদক



মাসুম মাহবুবুর রহমান কর্তৃক সম্পাদিত, সমাবেশ ডটকম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা থেকে প্রকাশিত সমাবেশ ডটকম। 

মাসুম মাহবুবুর রহমান বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক। তিনি একজন সাদা মনের মানবিক মানুষ, সমাজসেবক। এছাড়াও তিনি আমেরিকান ভিত্তিক Obat Helpers USA এর পরিচালক, Susua Ville এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি Human Concern USA এর চিফ অপারেটিং অফিসার হিসাবে নিয়োজিত আছেন । 
মাসুম মাহবুবুর রহমান বাংলাদেশের বিভিন্ন নদীর চরের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি নিপীড়িত রোহিঙ্গাদের জন্যও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহযোগিতা করে আসছেন।

0 মন্তব্য(গুলি):