সোমবার, ৮ আগস্ট, ২০২২

মৌসুমী ও ওমরসানীর বিয়ে যেভাবে হয়েছিল

 

মাদ্রাজ থেকে খবর এলো নায়িকা মৌসুমী অন্তঃ সত্ত্বা। গোটা চলচ্চিত্র শিল্পের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারন তখন তিনি অসংখ্য ছবির নায়িকা। বেশিরভাগ ছবিতেই তার নায়ক ওমর সানি। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে গুজব থাকলেও তারা বিয়ে করবেন একথা অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু মাদ্রাজ থেকে উড়ে আসা এই খবরে পুরো চলচ্চিত্র শিল্পের রাগ কেন্দ্রীভূত হল ওমর সানী ও মৌসুমী র উপর। 


ব্যাপারটা মৌসুমী ঢাকায় টের পেলেও টেস্ট করানোর

সাহস পাননি। ভেবেছিলেন লোকজন টের পেয়ে যাবে। একটা ছবির শ্যুটিং এ আউটডোরে গিয়ে তিনি মাদ্রাজে গিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হন যে তিনি মা হতে চলেছেন।


ইউনিটের লোকদের কল্যাণে ঢাকায় খবর পৌঁছে গেল। অবস্থাটা উপলব্ধি করলেন মৌসুমী র বাবা নাজমুজ্জামান মনি। প্রায় সঙ্গে সঙ্গে তিনি একটা চাইনিজ রেস্তোরাঁ য় সাংবাদিকদের ডাকলেন। অকপটে স্বীকার করলেন ওমর সানির সাথে তার মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। প্রযোজক দের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে কথাটি গোপন রেখেছিলেন। কিন্তু যেহেতু তিনি নানা হতে যাচ্ছেন, তাই খবরটি আর গোপন রাখা যাচ্ছেনা।

১৯৯৫ সালে গোপনে বিয়ে করলেও ১৯৯৬ সালের আগস্ট এ তারা বিয়ের অনুষ্ঠান করেন শেরাটনে।

রাষ্ট্রপতি উপহার পাঠান।

সাংবাদিকরা মৌসুমী র গোপন বিয়ের কথা আগে থেকেই জানতেন কিন্তু অনেকেই পাত্তা দেননি। মৌসুমী র বাবার স্বীকারোক্তি প্রমাণ করে দিয়েছিল সাংবাদিকেরা সবসময় মিথ্যা খবর ছড়ান না, বরং তারকাদের স্বার্থে সত্যটা চেপে যান।


SHARE THIS

Author:

সঠিক তথ্য পেতে সবসময় সমাবেশ ডটকমের সাথে থাকুন।

0 মন্তব্য(গুলি):