মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ডিজিটাল ডিভাইস

ডিজিটাল ডিভাইস কেড়ে নিয়েছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস- সময়৷ কিয়ামতের দিন এই সময়ের অপচয়ের কারণে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে৷

-ডিজিটাল ডিভাইস কেড়ে নিয়েছে আমাদের আমলের স্বাদ৷ রাসূল ﷺ বলেছেন, 'নামাযের মধ্যে রয়েছে আমার চক্ষুর শীতলতা'৷ আর আমাদের মোবাইলের স্ক্রীনে৷ নিউজফিডে৷

-ডিজিটাল ডিভাইস কেড়ে নিয়েছে আমাদের নামাযের খুশ-খুযু তথা গভীর মনোযোগ৷ মসজিদে এলে কত তাড়াতাড়ি নামায শেষ করে মোবাইলের ডাটা অন করব, সেই তাড়া নিয়ে আমরা নামাযে দাঁড়াই৷ অথচ খাবারের তাড়া নিয়ে নামাযে দাঁড়ানো নিষেধ৷ প্রস্রাব-টয়লেটের বেগ নিয়ে নামাযে দাঁড়ানো নিষেধ৷

-ডিজিটাল ডিভাইস কেড়ে নিয়েছে আমাদের ভবিষ্যত প্রজন্মের শৈশবের চঞ্চলতা৷ এরা মোবাইল-কম্পিউটারে বুঁদ হয়ে থাকার কারণে শারীরিকভাবে মারাত্মক ফিটনেসহীন হয়ে বড় হচ্ছে৷ এরা ধৈর্য ও কষ্ট সহ্য করতে পারে না৷ এরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় আনফিট হয়ে বড় হচ্ছে৷ 

-ডিজিটাল ডিভাইস কেড়ে নিয়েছে আমাদের ঘুমের তৃপ্তি৷ রাতের ঘুম নষ্ট হয়৷ সকালটা ঘুমিয়ে কাটাতে হয়৷ অথচ সকালের সময়টা বরকতময়৷ আল্লাহর পক্ষ থেকে রিযিক বণ্টন করা হয়৷ রাসূল ﷺ সকালের সময়ের জন্য বরকতের দুআ করেছেন৷ সকালের ঘুম সকল কল্যাণের প্রতিবন্ধক৷ 

-সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অসামাজিক বানিয়ে দিচ্ছে৷ যারা অনলাইনে আছে, তাদের খবর পাই৷ কিন্তু অনলাইনের বাইরে কারো সঙ্গে যোগাযোগ রাখি না৷ বিশেষ করে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষার হক আদায় করি না৷ অথচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিযিক ও হায়াতে বরকত হয়৷

-আপনার অনলাইন ব্যবহার স্বচ্ছ রাখবেন৷ বিয়ের আগে যে কেউ যেন যে কোনো সময় আপনার ইনবক্স দেখতে পারে (যদিও অনুমতি ছাড়া এমনটা ঠিক না), বিয়ের পর স্বামী-স্ত্রী যেন একে অপরের ইনবক্স দেখতে পারেন এমন স্বচ্ছ চরিত্র নিয়ে থাকবেন৷

যেহেতু এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে৷ টোটালি বাদ দেয়া যাবে না৷ তাই এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে-

🕰️

-সময় নির্ধারণ করে নিবেন, কত সময় ব্যবহার করবেন৷ এর বাইরে একটুও নয়৷

🚲

-অফলাইন কার্যক্রম বৃদ্ধি করবেন৷ অনলাইনে বিচরণের জন্য একজন মুরব্বী ঠিক করবেন, যিনি আপনার তৎপরতা পর্যবেক্ষণ করবেন৷

📖

-ভালো বই পড়বেন৷ একান্ত প্রয়োজন না হলে পিডিএফ পড়বেন না৷ এটাও একরকম ডিভাইস আসক্তির কারণ৷ হার্ড কপি কিনে পড়বেন৷


SHARE THIS

Author:

সঠিক তথ্য পেতে সবসময় সমাবেশ ডটকমের সাথে থাকুন।

0 মন্তব্য(গুলি):