সোলার প্যানেলে তারের হিসাব।
সোলার প্যানেল তারের ফর্মুলা দিয়ে, অংক করে হিসেব দিলেও কোন লাভ হয় না। কমেন্টে, মেসেজে আবার আমাকে নতুন করেই সোলার তারের ক্যালকুলেশন করতে হয়। তাই সেদিকে আর গেলাম না। সহজে হিসেব দিয়ে দেই।১। সোলার ডিসি বাতির জন্য ব্যবহার করবেন ১৪/৭৬ অথবা ২৩/৭৬ এর তার।
২। টেবিল ফ্যানের জন্য ২৩/৭৬ যথেষ্ট কিন্তু দুরত্ব বেশি হলে অথবা ভাল রেজাল্ট পেতে ৪০/৭৬ও ব্যবহার করা যেতে পারে।
৩। ডিসি সিলিং ফ্যানের জন্য ব্যবহার করবেন ৭০/৭৬ সাইজের তার৷
৪। ব্যাটারি থেকে চার্জ কন্ট্রোলারের তারের সাইজ নির্ভর করে আপনার সিস্টেমের সাইজের উপর। যদি ৫০ এম্পিয়ার ব্যাটারি হয় তখন ৭০/৭৬ সাইজ দিবেন। ১০০ এম্পিয়ার পর্যন্ত দিবেন ১১০/৭৬ সাইজ। ব্যাটারি আরো বড় হলে তারের সাইজ আরো বড় লাগতে পারে।
যেমন 4mm square সাইজ।
৫। প্যানেল থেকে ব্যাটারিতে সর্বনিম্ন ৭০/৭৬ তার ব্যবহার করবেন যদি আপনার প্যানেল ১০০ ওয়াটের নিচে হয়। ১০০ বা এর চেয়ে বেশি হলে ১০০/৭৬ সাইজ লাগবে। ১৫০ ওয়াটের উপরে গেলে আরো মোটা তার লাগবে।
বি:দ্র: তার মোটা হলে সমস্যা নাই, প্রয়োজনের চেয়ে চিকন হলে সমস্যা।
ডিসি বিদ্যুতের ক্ষেত্রে চিকন খেইয়ের ফ্লেক্সিবল তার ব্যবহার করতে হয়।
চেষ্টা করবেন ডাবল ইনসোলেশনের তার ব্যবহার করতে। এটা বেশি টেকসই হবে।
চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারির সাইজ যত ছোট রাখা যায়। চেষ্টা করবেন সাথে সাথে রাখতে।
ডিসি বিদ্যুতের ক্ষেত্রে তার যত ছোট করা যায় ততো ভাল পারফরম্যান্স পাবেন।
0 মন্তব্য(গুলি):