শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

যমুনার চরে শীতার্তদের মাঝে ৫০০কম্বল বিতরন

টাঙ্গাইলের দুর্গম যমুনার চর শুশুয়ায় শীতার্তদের মাঝে যৌথ উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করেছে আমেরিকান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল, ঢাকা কলেজ এইসএসসি ৯৫ব্যাচের বন্ধুরা। 
শনিবার (১৬ই ডিসেম্বর) বেলা এগারোটায় শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ উদ্বোধন করেন যমুনা টেলিভিশনের নিউজ এডিটর বদরুল আলম লিটন, সামস ছোটন ও ঢাকা কলেজ এইসএসসি ৯৫ব্যাচের অন্যান্য বন্ধুরা।
এসময় গোপালপুর ও ভুঞাপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও কম্বল নিতে আসেন।
আমেরিকান প্রবাসী মাসুম মাহবুবুর রহমানের উদ্যাগে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান বলেন, চরের মানুষের সেবায় আমার টিম সর্বদা নিয়োজিত থাকে ও ভবিষ্যৎও থাকবে।

আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান অনলাইনে প্রতিবেদককে জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যেতে চাই। চরের মানুষ শীতের মৌসুমে অনেক কষ্ট করে তাই শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলাম।





SHARE THIS

Author:

সঠিক তথ্য পেতে সবসময় সমাবেশ ডটকমের সাথে থাকুন।

0 মন্তব্য(গুলি):