প্রশ্ন : খরগোশ পালন করা আর খরগোশের গোস্ত খাওয়া কি ইসলামে হালাল?
উত্তর : খরগোশ পালন করা ইসলামী শরিয়তের মধ্যে জায়েজ আর খরগোশের গোস্ত খাওয়াও জায়েজ। তবে এতে আলেমদের দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন, খরগোশে নখ আছে। তাই এর হিংস্রতার কারণে এটি খাওয়া জায়েজ নেই বা মাখরূহ। বিশুদ্ধ বক্তব্য হলো, খরগোশের অনেক জাত আছে, যে খরগোশগুলো পালন করা হয়, সেগুলো একেবারেই নিরীহ হিংস্র নয়, তাদের নখ বলতে কিছুই নেই, এগুলো খাওয়া জায়েজ, হারাম নয়।
0 মন্তব্য(গুলি):