শাকিব খানের সাথে প্রথম সিনেমায় অভিনয় করে সফলতা পান কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খান ও ইধিকা পালের প্রিয়তমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে,রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন অভিনেত্রী ইধিকা। শাকিব খানকে ছাড়াই এবার আরেক ঢাকাই সিনেমায় নাম লেখালেন ইধিকা পাল। সিনেমার নাম ‘কবি’।
সোমবার (১১ ডিসেম্বর) দেশের একটি গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইধিকা পাল নিজেই । জানা গেছে, কবি সিনেমায় তার ইধিকা পালের সাথে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজকে। এটি পরিচালনা করবেন ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। শিগগিরই কলকাতার একটি স্টুডিওতে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির।
অভিনেত্রী ইধিকা বলেন, কাজটা নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে করছি। এটি হবে নতুন অভিজ্ঞতা, আর কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। এটি মন দিয়ে করার চেষ্টা করব। আমাকে মানুষ আগে যেভাবে ভালোবাসা দিয়েছে, আগামীতেও সেভাবে ভালোবাসা দেবে বলে আশা আমার
জানা গেছে, ‘কবি’ একটি প্রেমের সিনেমা। এতে অ্যাকশনও থাকবে। কলকাতা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। শিগগিরই কলকাতার নারায়ণ স্টুডিও এবং বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।সিনেমাটিতে রাজ-ইধিকা ছাড়াও আরও অভিনয় করবেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখার্জি, অভিনেত্রী অনন্যা বিশ্বাস প্রমুখ।
0 মন্তব্য(গুলি):