মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

স্প্যাম মেসেজ ঠেকাবেন যেভাবে

 


প্রতিনিয়ত স্প্যাম মেসেজে অনেকে বিরক্ত হয়ে ওঠেন। এই স্প্যাম মেসেজ আপনার ফোনের অনেক স্পেস নেয় তা নয়। বরং গুরুত্বপূর্ণ অনেক মেসেজ পেছনে ফেলে দেয়। এক্ষেত্রে আপনার আর কি করার আছে? আছে গুগল মেসেজের সেটিংস ব্যবহারের। গুগল মেসেজ অ্যাপের সেটিংস থেকে সহজেই স্প্যাম বন্ধ করা যাবে। 

আপনাকে অনুসরণ করতে হবে নিম্নোক্ত পদ্ধতি:

  • প্রথমে গুগল মেসেজ অ্যাপ ওপেন করুন।
  • যে মেসেজটি স্প্যাম সেটি খুঁজে বের করুন। 
  • মেসেজটি খুঁজে পেলেই তাতে লং-প্রেস করুন।
  • এবার ওপরের ডান দিকের কর্নারে থ্রি-ডট মেনু দেখতে পাবেন।
  • ব্লক অপশনটি খুঁজুন এবং তাতে ট্যাপ করুন।
  • আপনার সামনে এবার একটি পপআপ খুলে যাবে। সেখানেই আপনাকে জিজ্ঞাসা করা হবে, স্প্যাম হিসেবে এই মেসেজটিকে রিপোর্ট
  • করতে চান কি না। বক্সে টিক করুন এবং ব্লক অপশনে ট্যাপ করুন।

এভাবেই আপনি স্প্যাম মেসেজ ব্লক ও রিপোর্ট করতে পারবেন।


SHARE THIS

Author:

সঠিক তথ্য পেতে সবসময় সমাবেশ ডটকমের সাথে থাকুন।

0 মন্তব্য(গুলি):