মো. রুবেল আহমেদ, গোপালপুর (টাঙ্গাইল)
স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে গেলেন একই দিনে জন্ম নেওয়া দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল একসাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা ভবিষ্যতে হতে চান ইঞ্জিনিয়ার।
উভয়েই এবার টাঙ্গাইলের গোপালপুরের সূতি ভিএম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে, বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের মতিয়ার রহমান ও তাহমিনা আকতার দম্পতির ২০০৮সালের ১সেপ্টেম্বর জন্ম নেয়া, জমজ মেধাবী পুত্র তমাল ও হিমেল নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮সালে পিএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং উভয়েই প্রাথমিকে বিভিন্ন শ্রেণীতে ৩টি করে বৃত্তি লাভ করে। করোনার কারনে দিতে পারেনি জেএসসি পরীক্ষা। উভয়ের নেতৃত্বে বিজ্ঞান মেলায় সূতি ভিএম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় একবার জেলায় শ্রেষ্ঠ, আরেকবার উপজেলায় শ্রেষ্ঠ হয়। এছাড়াও স্কাউট জাম্বুরীতে জমজ দুই ভাইয়ের রয়েছে বিশেষ অবদান।
বাবা মতিয়ার রহমান চট্টগ্রামের সন্দ্বীপের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, মা তাহমিনা আকতার লক্ষীপুর-সাফলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ।
বাবা-মা উভয়েই জানান, ছেলেদের পড়াশোনার প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে,বাজে আড্ডা এবং মোবাইলে আকৃষ্ট নন। হিমেল পেয়েছে ১১৫৭ নাম্বার ও তমাল পেয়েছেন ১১৪৮ । দুজনের ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ রয়েছে, তাই আমরাও তাদের সেভাবেই সু্যোগ করে দিবো। ভালোভাবে পড়াশোনা করে ওরা যেন দেশের মুখ উজ্জ্বল করে এটাই প্রত্যাশা।
সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, তমাল ও হিমেল আমার স্কুলের নিয়মিত ছাত্র। দুজনের রেজাল্ট সবসময় প্রায় একই রকম হতো। তারা অনেক ভালো ছাত্র, দুই ভাই একসাথে জিপিএ-৫ পাওয়ায় আমিও অনেক আনন্দিত।
0 মন্তব্য(গুলি):