মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাসি উপহার দিলেন আমেরিকা প্রবাসী

এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ার জন্য খাসি ছাগল উপহার দিলেন, স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল এর প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান। 

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায়, গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের মজিদপুর নূরিয়া নিজামিয়া কওমী মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য; প্রতিনিধির মাধ্যমে ১৪হাজার টাকা মূল্যের খাসি ছাগলটি পৌঁছে দেন। 

অত্র এতিমখানার মুহতামিম মাওলানা মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপহারটি গ্রহণ করেন। পরে আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য মোনাজাত পরিচালনা করেন। 


উল্লেখ্য, চর শুশুয়া গ্রামের সাবেক যুগ্ম সচিব বাহাজ উদ্দিনের জৈষ্ঠ্য পুত্র, আমেরিকা সিটিজেন মাসুম মাহবুবুর রহমান হিউম্যান কনসার্ন ইউএসএ'র সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান, মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের ছাড়াও, সারাবিশ্বে পিছিয়ে পরা মুসলমানদের উন্নত জীবন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করেন।

এছাড়াও নাড়ির টানে স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল এর মাধ্যমে চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ান। 


SHARE THIS

Author:

সঠিক তথ্য পেতে সবসময় সমাবেশ ডটকমের সাথে থাকুন।

0 মন্তব্য(গুলি):