বন্ধুর নয়নে ঘুম
মো. রুবেল আহমেদ
টলটল ঘুম তাহার আসিয়াছে দুই নয়নে
সুখের স্বপ্ন নেমে আসুক তাহার এই শান্তির শয়নে
ছটফটে মন মোর আছে বন্ধুর অপেক্ষায়
জানিনা হঠাৎ কেন বা কোন প্রতিক্ষায়।
হঠাৎ করেই হয়েছি মোরা বন্ধুত্বের বন্দি
ইহা হোক চিরস্থায়ী, না থাকুক কোন সন্ধি
বন্ধু যদি হও তুমি, সর্বদা রেখো মনে
বন্ধুত্বের মর্যাদা দিতে পারে বলো কজনে?
ঘুমের দেশে আছো বন্ধু নীরবে নির্জনে
বন্ধু তোমায় পড়ছে মনে এই না গভীর নিশীথে
ঝিঁঝিঁ পোকা জেগে আছে, শেয়াল দিচ্ছে হাঁক
ঘুমের মাঝেও বন্ধুর মনে আমার জন্য কাটুক দাগ।
0 মন্তব্য(গুলি):